কেন করোনার মধ্যে এইচএসসি নয়?

করোনা সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা
এ বছর এইচএসসি পরিক্ষার্থী প্রায় ১৩ লক্ষ। এই পরিক্ষার সাথে শুধু শিক্ষার্থীরাই জড়িত না, আছে অনেক পরীক্ষক ও নিরাপত্তা বাহিনী।

আত্মহত্যার প্রবণতা
করোনার এই ভয়ের কারণে অনেকের পরিক্ষা ভালো হবে না। আবার অনেকে কয়েকটা পরীক্ষা দেওয়ার পর করোনায় আক্রান্ত হতে পারে, ফলে বাকি পরিক্ষাগুলো দিতে পারবে না।

অধিক পরিমানে গণ পরিবহন ব্যবহার
এই ১৩ লক্ষ শিক্ষার্থীর মধ্যে বেশির ভাগই মধ্যবিত্ত পরিবার বা দরিদ্রসীমার নিচে এমন পরিবারের। তাদের পক্ষে গণ পরিবহন ছাড়া চলাচল প্রায় অসম্ভব।

উন্নত দেশগুলো যেখানে ব্যর্থ
উন্নত দেশগুলোতে এতো প্রযুক্তি থাকা স্বত্বে তারা ব্যর্থ, যেখানে আমরা তো ছোট্ট একটা ঘনবসতিপূর্ন দেশ মাত্র। তাদের প্রযুক্তির চেয়েও আমরা অন অনেকটা পিছিয়ে।
করোনার মধ্যে এইচএসসি নেয়া উচিত? Live Ended
-
হ্যাঁ18% 55 / 292
-
না80% 236 / 292
-
মতামত নেই0% 1 / 292
করোনার মধ্যে এইচএসসি নয়!
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার মতামত শেয়ার করুন, আন্যদের মতমত দেখুন এবং ভার্চুয়াল আন্দোলন অব্যাহত রাখুন।
সহযোগিতায়ঃ এবং আইটি || ওয়্যার হোস্ট বিডি || ব্র্যান্ডমশাই || মাতাব্বর || চরকি || একলা চলো রে || অঙ্ক || প্রাণের শহর জামালপুর